কম্পিউটার নিয়ন্ত্রণের সক্ষমতার এআই তৈরি করছে গুগল

২৭ অক্টোবর, ২০২৪ ১৩:০২  

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল একটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বানাচ্ছে যেটি কম্পিউটারের ওয়েব ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে নির্দিষ্ট কাজ করতে সক্ষম হবে। মূলত গবেষণা ও কেনাকাটার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে। খবর রয়টার্স।

দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই প্রজেক্ট জারভিস কোডনেমের পণ্যটি পরীক্ষা চালানো হবে। আগামী ডিসেম্বরে জেমিনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পরবর্তী সংস্করণের সাথেই এটিও সংযুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফটের বিনিয়োগ থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-ও একটি মডেল নিয়ে কাজ করছে যেটি গোপনে ওয়েব ব্রাউজারের মাধ্যমে গবেষণা করতে পারবে। কম্পিউটার ইউজিং অ্যাজেন্টের সহায়তায় নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারবে এটি।

এ বিষয়ে গুগলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

ডিবিটেক/বিএমটি